৫ মে পর্যন্ত ঘোষিত সাধারণ ছুটি ১৫ মে পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
করোনা সংক্রমন প্রতিরোধে, ৫ মে পর্যন্ত ঘোষিত সাধারণ ছুটি ১৫ মে পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে রংপুর বিভাগের জেলাগুলোর সাথে ভিডিও কনফারেন্সে তিনি একথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক নাগরিককে আগে নিজেকে সুরক্ষিত রেখেই সব কাজকর্ম করতে হবে। একটি মানুষও না খেয়ে কষ্ট পাবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার তিন বছর মেয়াদী যে বিশেষ প্রণোদনা ও পরিকল্পনা ঘোষণা করেছে, তাতে করোনার প্রভাবে স্থবির হয়ে যাওয়া আর্থিক খাতগুলো সচল থাকবে। প্রধানমন্ত্রী আরো বলেন, মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের খাদ্য সুরক্ষায় নিয়মিত রেশনিং সুবিধা দিতে বিশেষ তালিকা তৈরীর কাজ এগিয়ে চলছে।