রাজধানীতে শুধুমাত্র বাস ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বেড়েছে
- আপডেট সময় : ০৮:০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
করোনার সংক্রমণরোধে ৬ষ্ঠ দফায় ছুটি বাড়িয়ে মানুষকে ঘরে থাকার আহ্বান জানানো হলেও, রাজধানীতে শুধুমাত্র বাস ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বেড়েছে। গার্মেন্ট ও কল-কারখানার সাথে ১০ মে থেকে মার্কেট ও দোকান খোলার সংবাদে বিভিন্ন এলাকায় বেড়েছে মানুষের ভিড়। করোনায় আক্রান্তদের মধ্যে পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে যাওয়ায় সড়কের চেকপোষ্ট ও সিগনালে দায়িত্ব পালনে শিথিলতা দেখা দিয়েছে। এমতবস্থায় আগামী দিনে করোনা পরিস্থিতির অবনতির আশঙ্কা সংশ্লিষ্টদের।
বৈশ্বিক মহামারী করোনায় এরইমধ্যে বাংলাদেশে শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। একারণে সাধারণ ছুটির মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
তবে সীমিত পরিসরে গার্মেন্ট ও কল-কারখানা খুলে দেয়ায় রাজধানীতে প্রতিদিনই বাড়ছে মানুষের উপস্থিতি। ১০ মে থেকে নগরীর মার্কেট ও দোকান খুলে দেয়ার সংবাদে সব ধরণের যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে। সড়কে চলাচলরত অনেকের মুখে মাস্ক পর্যন্ত নেই। জীবিকার তাগিতে জীবনের ঝুঁকি নিয়ে বাইরে বের হতে বাধ্য হচ্ছে অনেকে।
করোনাভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখা, নিরাপত্তা বিধান ও সড়কে অপ্রয়োজনীয় যানবাহন নিয়ন্ত্রণে শুরু থেকে পুলিশের টহল ও চেকপোষ্ট ছিলো চোখে পড়ার মতো। তবে গেল কয়েকদিন করোনায় পুলিশ সদস্যদের আক্রান্তের হার বেড়ে যাওয়ায়, সিগনাল ও চেকপোষ্টে পুলিশের উপস্থিতি কমে গেছে। এখনো ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন অনেকে।
১০ মে থেকে মার্কেট ও দোকান খোলার সরকারি নির্দেশনার পর রাজধানীর পাড়া মহল্লায় জরুরি প্রয়োজনের দোকানের সাথে অন্য দোকান ও অলিগলির মার্কেট খুলতে শুরু করেছে। এতে বেড়েছে মানুষের চলাচল। অবাধ চলাফেরা অব্যাহত থাকলে আগামী দিনে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।