চাঁদপুরের হাজিগঞ্জে করোনার উপসর্গ নিয়ে এক গৃহবধুর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
চাঁদপুরের হাজিগঞ্জে করোনার উপসর্গ নিয়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর, কাশি ও গলা ব্যথা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে তার মৃত্যু হয়।
করোনার স্বাস্থ্যবিধি মেনে রাতেই পৌর এলাকার ধেররা মহল্লার ফারুক পাটোয়ারীর স্ত্রী লিপি আক্তারের দাফন সম্পন্ন হয়েছে। তিনি ৪/৫ দিন ধরে জ্বর, পাতলা পায়খানা ও গলা ব্যথায় ভুগছিলেন। অবস্থার আরো অবনতি হলে ৫ মে সকালে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে। রাতে হাসপাতালেই তার মৃত্যু হয়। মারা যাবার পর ওই নারীর নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।