বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙ্গন
- আপডেট সময় : ০২:০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া, ভাটি কাপাসিয়া, উজান বেড়াইল, কামারজানিসহ বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙ্গন। এরই মধ্যে বাড়িঘরসহ কয়েক হেক্টর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
গেল এক সপ্তাহে নদীভাঙ্গনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া, হরিপুর ও শ্রীপুর ইউনিয়নের বাড়িঘর ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কাপাসিয়া ইউনিয়নের পুটিমারী গ্রামের রাস্তা নদীতে ভেঙ্গে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। অনেকে নদীভাঙ্গনের কারণে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে। কেউ কেউ আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে।
করোনা ভাইরাসের কারণে সারাদেশ যখন লকডাউন; ঘর থেকে বের হতে পারছে না নিম্ন আয়ের মানুষ, ঠিক তখন তাদের উপরে চেপে বসেছে নদীভাঙ্গন। বাড়িঘর হারিয়ে ত্রাণ না পাওয়া দিশেহারা মানুষ ভাঙনে মানবেতর জীবন যাপন করছে। নদী ভাঙ্গনরোধে বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে জানিয়ে, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, খুব দ্রুত কজ শুরু হবে। দ্রুত কাজ শুরু হবে- এমন প্রত্যাশা স্থানীয়দের।