বিশ্ব ক্রিকেটে আগমনী বার্তা দিয়েছিলো বাংলাদেশ
- আপডেট সময় : ০৯:০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
২০০৭ বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব ক্রিকেটে আগমনী বার্তা দিয়েছিলো বাংলাদেশ। যদিও পরিতবর্তনের আভাস এসেছিলো ৯৯ বিশ্বকাপ থেকে। সবশেষ ইংল্যান্ড বিশ্বকাপসহ ২০১১ ও ২০১৫ বিশ্বকাপেও উজ্জ্বল ছিলো বাংলাদেশ। এমন পাঁচ বিশ্বকাপে বাংলাদেশের সেরা পাঁচ জয়ের ভিডিও প্রকাশ করেছে আইসিসি।
যতই দিন যাচ্ছে বিশ্ব ক্রিকেটে নিজেদের অবস্থান ততই শক্ত করছে বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজ কিংবা আইসিসি ইভেন্ট–সব যায়গাতেই প্রতিভার জানান দেন টাইগাররা। যার শুরুটা ৯৯ বিশ্বকাপে।
সবশেষ ইংল্যান্ড বিশ্বকাপসহ ২০০৭, ২০১১ ও ২০১৫ বিশ্বকাপেও উজ্জ্বল বাংলাদেশ। যার স্বীকৃতি দিয়েছে খোদ আইসিসি। বাংলাদেশের ৫ বিশ্বকাপে সেরা পাচটি জয় এবার সামনে এনেছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
আইসিসির চোখে বাংলাদেশের সেরা জয়ের মুহূর্ত ৯৯ বিশ্বকাপে পাকিস্তান বদ। যার উপর দাড়িয়ে সামনে এগিয়েছে বাংলাদেশের ক্রিকেট। ইংল্যান্ডের নর্দাম্পটনে টাইগারদের করা ২২২ রানের জবাবে ১৬১ অলআউট পাকিস্তান। ৬২ রানের জয়ে প্রথমবার পরিবর্তনের আভাস দেন আমিনুল ইসলামের বাংলাদেশ।
২০০৭ বিশ্বকাপ। সেবার বিশ্বকে তাক লাগিয়ে দেন মাশরাফি-তামিম-সাকিবরা। গ্রুপ পর্বে শক্তিশালী ভারতে বিদায় করে প্রথমবার সুপার আটে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।
২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়কে তৃতীয় সেরা জয় হিসেবে স্বীকৃতি দিয়েছে আইসিসি। যার নেপথ্য কারিগর মাহমুদউল্লাহ রিয়াদ। তার সেঞ্চুরি ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।
তালিকার চার নম্বরে ২০১৯ বিশ্বকাপে টাইগারদের প্রোটিয়া জয়। যেখান ওয়ানডেতে সর্বোচ্চ ৩৩০ রানের দলীয় রেকর্ড গড়ে ২১ রানে জয় পায় বাংলাদেশ।
২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের রুদ্ধশ্বাস জয়কে তালিকার ৫ নম্বরের রেখেছে আইসিসি। চট্টগ্রামে ইংলিশদের দেয়া ২২৫ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬৯ রানে ৮ উইকেট হারায় টাইগাররা। কিন্তু শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ ও শফিউলের কল্যানে ২ উইকেটের জয় পায় বাংলাদেশ।