পদ্মা সেতু প্রকল্পে শ্রমিকদের বেতন নিয়ে চীনা সিকিউরিটির সাথে গোলাগুলি
- আপডেট সময় : ১১:২৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের পাশে সিতারামপুর চায়না রেল প্রজেক্টের ভেতরে বাংলাদেশী শ্রমিকদের বেতন চাওয়া নিয়ে চীনা সিকিউরিটি সাথে গোলাগুলির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে লৌহজং থানার ওসি মোঃ আলমগীর হোসাইন জানান, পদ্মা সেতু প্রকল্পের পাশে সিতারামপুর চায়না প্রজেক্ট এর ভিতরে বাংলাদেশী শ্রমিকদের বেতন প্রতিদিনের কাজের শেষে দেয়ার কথা থাকলেও গত কহেকদিন হয়, শ্রমিকদের প্রতিদিনের বেতন আগের মত দেয়া হচ্ছে না। শ্রমিকরা এ সিদ্ধান্ত না মেনে প্রোজেক্টের দায়িত্বরত বাংলাদেশি বাংলা বসকে অবগত করলে। বাংলাদেশি শ্রমিকদেরকে, প্রতিদিন ১৫০ টাকা করে দেয়ার কথা সিদ্ধান্ত জানান বাংলা বস। শ্রমিকরা তা না মেনে এক পর্যায়ে কাজ বন্ধ করে দেয়, সন্ধ্যা ৭টার দিকে। তাদের দাবি প্রতিদিনের বেতন আগের নেয় দিতে হবে। প্রায় দুই ঘণ্টা কাজ বন্ধ থাকার পর রাত ৯টার দিকে শ্রমিকদের সঙ্গে বাংলাদেশি বেসরকারি নিরাপত্তা কর্মীদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়। (চীনা সিকিউরিটির) সাথে তর্ক বিতর্ক হলে এক পর্যায়ে চায়না সিকিউরিটি বাংলাদেশি শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ঘটনায় ৭ জন বাংলাদেশী শ্রমিক গুলিবিদ্ধ হয়।