১১ জেলায় ৫৯ জন নতুন করে করোনা আক্রান্ত
- আপডেট সময় : ১২:০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামে ১৪ জন, গাজীপুরে ১০ জনও সিরাজগঞ্জে মা-ছেলেসহ ১১ জেলায় ৫৯ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।
চট্টগ্রামে আরো ১৪ জন করোনা রোগী শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে একজন দ্বিতীয় বারের মতো আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রাম ও আশ-পাশের ৫ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৪০ জন ছাড়ালো। আর মৃত্যু হয়েছে ১৪ জনের।
গাজীপুরে আরো তিন পোশাক শ্রমিক করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় বমোট ১০ জন শ্রমিক আক্রান্ত হলেন।
মাদারীপুরে নতুন করে আরো ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৪৮ জন করোনায় আক্রান্ত হলেন ।
সিরাজগঞ্জের কামারখন্দের হালুয়াকান্দি গ্রামে মা ও ছেলে করোনায় আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সিভিল সার্জন।
নেত্রকোনায় ২৪ ঘন্টায় আরো চার জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। এ নিয়ে জেলায় মোট ৭২ জন করোনায় আক্রান্ত হলেন।
ময়মনসিংহে নতুন করে আরো ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৯৫ জন।
দিনাজপুরে নতুন করে আরো ২ জন করেনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৮ জন।
গোপালগঞ্জে নতুন করে এক ব্যাংক কর্মকর্তাসহ ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
পিরোজপুরে আরো ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ৩ জন একই পরিবারের।
সাভারে গেলো ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের
জামালপুরে নতুন করে ইসলামপুরে একজন স্বাস্থ্যকর্মী করোনায় শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০৪জন, বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।