টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা না গেলে শিশুরা ব্যাপকহারে হামে আক্রান্ত হতে পারে
- আপডেট সময় : ০১:৫৪:৪২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
দেশে টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা না গেলে, শিশুরা ব্যাপকহারে হামে আক্রান্ত হতে পারে-এমন সতর্কবার্তা দিয়েছে ইউনিসেফ। করোনা পরিস্থিতিতে অধিকাংশ এলাকাতেই আপাতত টিকা দেয়া বন্ধ। তাই বেড়েছে উদ্বেগও। তবে এই পূর্বাভাসকে উড়িয়ে দিচ্ছেন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি-ইপিআইয়ের সঙ্গে জড়িত চিকিৎসকরা।
বছর তিনেক ধরে হাম নিয়ন্ত্রণে খানিকটা পিছিয়ে বাংলাদেশ। এ অবস্থায় হাম পরিস্থিতি নিয়ে জরুরি সতর্কতার কথা জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটি বলছে, করোনা মহামারির কারণে ভ্যাকসিন সরবরাহ ও মজুদ বিপজ্জনকমাত্রায় কমেছে। এ অবস্থায় শিশুরা জীবনরক্ষাকারী ভ্যাকসিন না পেলে, স্বাস্থ্যখাতে আরেকটি জরুরি অবস্থার মুখোমুখি হতে হবে।
চলতি বছরেই সিরাজগঞ্জ, নওগাঁ ও যশোরসহ বিভিন্ন জায়গায় হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল মেয়াদে দেশজুড়েই টিকাদান কর্মসূচি পরিচালনার কথা ছিল। এ কর্মসূচির আওতায় দশ বছর বয়স পর্যন্ত ৩ কোটি ৪০ লাখ শিশুকে হামের টিকা দেয়া কথা। কিন্তু করোনা কারণে তা স্থগিত হয়ে যায়। তবে এ নিয়ে উদ্বিগ্ন নয় স্বাস্থ্য বিভাগ। সম্প্রসারিত টিকাদান কর্মসূচিও হোঁচট খেয়েছে করোনায়। জন্মের প্রথম দিন যক্ষ্মারোধী বিসিজি টিকা ও দু’বছরের মধ্যে বাকি টিকাগুলো পেয়ে থাকে শিশুরা। সেটিও বেশির ভাগ এলাকাতেই সফল হচ্ছে না।
তবে করোনামুক্ত এলাকাগুলোতে পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা ছাড়াই টিকা দেয়ার কাজ করছে স্বাস্থ্যকর্মীরা। এদিকে নিউমোনিয়া মোকাবেলায় আরো পদক্ষেপ নেয়া না হলে ২০৩০সালের মধ্যে দেশে এক লাখ ৪০ হাজারেরও বেশি শিশু মারা যেতে পারে-গেল জানুয়ারিতে এমন সতর্কতার কথাও জানিয়েছিল ইউনিসেফ।