গাজীপুরে পূর্ণ বেতনের দাবিতে এবং শ্রমিকদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে বিক্ষোভ
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৯:১৩:০১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় পূর্ণ বেতনের দাবিতে এবং শ্রমিকদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে লুইটেক্স ম্যানুফ্যাক্সারিং পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় তারা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।
শ্রমিকরা জানান, গত মাসে তারা কাজ করলেও কারখানা কর্তৃপক্ষ পুরো বেতন না দিয়ে ৬০ শতাংশ দেয়ার সিদ্ধান্ত নিলে শ্রমিকরা তা মানতে রাজি হয়নি। এ অবস্থায় কারখানা কর্তৃপক্ষ এলাকার কিছু ভাড়াটে লোক দিয়ে কারখানার প্রধান গেট বন্ধ করে শ্রমিকদের ওপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করে। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে সকাল থেকে গত মাসের কাজের পূর্ণ বেতন এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছে। শ্রমিকদের দাবি, যেহেতু তারা করোনার ঝুঁকি নিয়েও এপ্রিল মাসে কর্তৃপক্ষের কথামতো কাজ করেছে, তাই তাদেরকে সরকারের নির্দেশমতো পূর্ণ বেতন না দিলে আন্দোলন অব্যাহত থাকবে।