ঈদ উপলক্ষে চট্টগ্রাম ও ময়মনসিংহে কোন মার্কেট ও বিপনি বিতান না খোলার সিদ্ধান্ত ব্যবসায়ী নেতাদের
- আপডেট সময় : ০৯:২১:২২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ঈদ উপলক্ষে চট্টগ্রাম ও ময়মনসিংহে কোন মার্কেট ও বিপনি বিতান না খোলার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী নেতারা।
দুপুরে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানান তারা। এসময় ফুটপাতেও যাতে কোন হকার বসতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে প্রশাসনকে অনুরোধ জানান ব্যবসায়ী নেতারা। বলেন, মার্কেট খোলা থাকলে জনসমাগম ঠেকানো কঠিন হবে। এতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি আরো বাড়বে। তাই সবার জীবন বাঁচাতে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। সভায় পুলিশ কমিশনার ব্যবসায়ীদের সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়তার আশ্বাসের পাশাপাশি কেউ দোকান খোলা রাখতে চাইলে সরকারী নির্দেশনা ও শতভাগ স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার আহবান জানান।
এদিকে, ময়মনসিংহে রোববার থেকে ঈদ পর্যন্ত কোনো শপিং মল ও বিপণী বিতান না খোলার সিদ্ধান্ত নিয়েছে চেম্বার অফ কমার্স। দুপুরে ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর সভাপতি আমিনুল হক শামীম এই সিদ্ধান্তের কথা জানান। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে ময়মনসিংহবাসীকে মুক্ত রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। ঈদ পর্যন্ত জেলায় ওষুধ, কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব ধরনের মার্কেট বন্ধ থাকবে বলেও জানান তিনি।