আজ থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে খুলছে দোকানপাট
- আপডেট সময় : ০১:০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতির মাঝে স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে খুলছে দোকানপাট। তবে রাজধানীসহ সারাদেশে ঈদের আগে খুলছে না বেশিরভাগ বড় মার্কেটই।
করোনাভাইরাসের ঝুঁকি কমাতে সাধারণ ছুটির কারণে ২৫ মার্চ থেকে এসব দোকানপাট বন্ধ রয়েছে। ঢাকার যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি শপিং মল, নিউমার্কেটসহ কয়েকটি মার্কেট ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নিয়েছে। এ তালিকায় আরো রয়েছে গাউছিয়া, চাঁদনী চক, ইস্টার্ন মল্লিকা, মোতালিব প্লাজা, মৌচাক মার্কেট, মিরপুর ১ নম্বর থেকে ১১ নম্বরের বিপণি বিতানগুলো এবং ফুলবাড়িয়া ও গুলিস্তান এলাকার মার্কেটও। সব সোনার দোকানও বন্ধ থাকছে। বাংলাদেশ দোকানমালিক সমিতির প্রাথমিক হিসাব অনুযায়ী, সারাদেশে ৯০ শতাংশ বিপণি বিতান বন্ধ থাকবে। এতে ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি কমবে। এদিকে, ঢাকায় কিছু কিছু ব্যবসাকেন্দ্র এবং ব্র্যান্ডের পোশাক, জুতা ইত্যাদির দোকান খুলছে। এ তালিকায় রয়েছে পুরান ঢাকার কাপড়ের বাজার- ইসলামপুর, উর্দু রোডের দোকানপাট ও চকবাজারের বিভিন্ন পণ্যের দোকান। খুলছে নিউ সুপার মার্কেট ও ঢাকার এলিফ্যান্ট রোডের কিছু দোকান। বড় কয়েকটি ব্র্যান্ড শপের কিছু শাখাও খুলছে। এর মধ্যে রয়েছে ফ্যাশন ব্র্যান্ড- আড়ং, জুতার ব্র্যান্ড- বাটা, অ্যাপেক্স ও বে এবং পোশাকের ব্র্যান্ড- ইয়োলো। অবশ্য এসব ব্র্যাণ্ড তাদের সব শাখা খুলতে পারছে না শপিং মলগুলো বন্ধ থাকার কারণে।