দেশে একদিনে সর্বোচ্চ ৮৮৭ জন করোনা রোগী শনাক্ত হলো
- আপডেট সময় : ০৮:৩৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
দেশে একদিনে সর্বোচ্চ ৮৮৭ জন করোনা রোগী শনাক্ত হলো। এতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৬৫৭ জন। আর গেল ২৪ ঘন্টায় রেকর্ড ১৪ জনসহ মৃতের সংখ্যাসহ মৃতের সংখ্যা এখন ২২৮ জন। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, নতুন করে ২৩৬ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫০ জন রোগী। চট্টগ্রাম মেডিকেল কলেজে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা শুরু হয়েছে বলেও জানান ডা. নাসিমা সুলতানা।
শনাক্ত হওয়ার পর থেকেই দেশে প্রতিদিনই বেড়ে চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। একই সাথে বাড়ছে মৃতের সংখ্যাও।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে দেশের করোনা ভাইরাসের সবশেষ পরিস্থিতি তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক।তিনি জানান, বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ এখনো অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যুক্ত রয়েছে ব্র্যাকসহ কয়েকটি প্রতিষ্ঠান।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ নমুনা পরীক্ষা শুরু হয়েছে।গেল ২৪ ঘন্টায় বিমান, স্থল এবং সমুদ্রবন্দর দিয়ে আসা ৬২৭ জন যাত্রীর স্কিনিং করা হয়েছে বলেও জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।