তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করার আহ্বান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
তুরস্ককে সদস্য করতে ইউরোপীয় ইউনিয়ন প্রতি আবারও আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
ইউরোপীয় ইউনিয়ন গঠনের বার্ষিকী উপলক্ষে শনিবার এক চিঠিতে এ আহ্বান জানান তিনি । তুরস্ককে সদস্য করলে আর্থ-রাজনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে এই জোট শক্তিশালী হয়ে উঠবে । আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে করেন তিনি । সদস্যপদ লাভের জন্য তুরস্ক ১৯৯৯ সালে ইউরোপীয় ইউনিয়নে আবেদন করে । ২০০৫ সাল থেকে এ বিষয়ে আলোচনা শুরু হলেও এখন পর্যন্ত এ ক্ষেত্রে অনেক বাধা রয়ে গেছে। এরমধ্যে সাইপ্রাস ও গ্রিসের সঙ্গে সীমান্তবিরোধ অন্যতম।