সাদুল্লাপুরে ছিনতাইকারী উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা
- আপডেট সময় : ০১:৪৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
সাদুল্লাপুরে ছিনতাইকারী উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৫
ভ্যান ছিনতাই চেষ্টায় আটক ছিনতাইকারীকে উদ্ধার করতে গিয়ে গাইবান্ধার সাদুল্লাপুর থানার ওসি, তদন্তসহ পাঁচ পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও আড়াই শতাধিক আসামি করা হয়েছে।
রাতে সাদুল্লাপুর থানায় ধাপেরহাট পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক রজব আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এছাড়া ভ্যান ছিনতাই চেষ্টার অভিযোগে চারজনকে আসামি করে আরও একটি মামলা করেছে ভ্যান চালক কিশোরের বাবা ওয়াহেদ মণ্ডল।
পৃথক এই দুই মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে পুলিশের মামলায় আরিফ, শফিউল ও রাহেনুল এবং ভ্যান ছিনতাই মামলায় গ্রেফতার করা হয় মেহেদি ও হিরু নামে দুইজনকে। গ্রেফতার সকলের বাড়ি ধাপেরহাট ইউনিয়নের সদরপাড়া, বউ বাজার ও ছত্রগাছা গ্রামে।
জানা যায়,‘শুক্রবার বিকেলে মেহেদি ও ফরিদুল নামে দুই যুবক পীরগঞ্জের চতরা গ্রামের ওয়াহেদ মণ্ডলের ছেলে সিয়াম মিয়ার (১৩) ব্যাটারি চালিত ভ্যান ভাড়া করে ঘুরে বেড়ায়। বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে সন্ধ্যার পরে সদরপাড়ার (সন্ন্যাসীর দিঘি) একটি কাঁচা রাস্তায় কিশোরের কাছ থেকে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা করে মেহেদী ও ফরিদুল। কিন্তু কিশোরের চিৎকারে তাদের দুইজনকে হাতেনাতে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ছিনতাইকারী, ভ্যান ও চালককে উদ্ধারে ঘটনাস্থলে গেলে গ্রামবাসী বিক্ষুব্ধ হয়। এসময় তারা আটক ছিনতাইকারীর তাৎক্ষণিক বিচার দাবি করেন। কিন্তু পুলিশ তাকে থানায় নিয়ে আসতে চাইলে তাতে বাধা দিয়ে ইটপাটকেল নিক্ষেপসহ পিকআপে থাকা পুলিশের ওপর হামলা করে স্থানীয় লোকজন। এতে ওসি, তদন্তসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ, আটক ছিনতাইকারী ও ভ্যানসহ চালকে উদ্ধার করে থানায় নিয়ে আসে ওসি আরও জানান, কর্তব্য কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৪৫ জন নামীয় অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করে মামলা হয়েছে।