একদিন বিরতির পর আবারো অনুশীলনে বার্সেলোনা

- আপডেট সময় : ১২:০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
একদিন বিরতির পর আবারো অনুশীলনে বার্সেলোনা। সামাজিক দূরত্ব মেনে নু-ক্যাম্পে ব্যক্তিগত অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেন মেসি–সুয়ারেজরা।
স্বাস্থ্যবিধি মেনেই অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন কাতালানরা ফুটবলাররা। আগামী ১২ই জুন মাঠে গড়াবে লা-লিগা। টুর্নামেন্টের প্রেসিডেন্ট হাভিয়ের তেবাসের দ্বিতীয় দফা ঘোষণার পরই পুরোদমে প্রস্তুতির জন্য মাঠে নেমে পড়ে কিকে সেতিয়েনের শিষ্যরা। ক্যাম্প শুরুর আগে বার্সার প্রত্যেক খেলোয়াড়ের স্বাস্থ্য পরীক্ষা শেষে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দেয়া হয়। অন্যদিকে বসে নেই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। সামাজিক দূরত্ব মেনে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুশীলন করেছে লসব্ল্যাঙ্কোরা। আর মাঠে দাঁড়িয়ে শিষ্যদের ট্রেনিং পর্যবেক্ষ করেন জিনেদিন জিদান। রিয়ালের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে থেকে লিগে এখন পর্যন্ত শীর্ষে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা।