মানিকগঞ্জ ও শরীয়তপুরে ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু

- আপডেট সময় : ০১:৪৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ ও শরীয়তপুরে ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে।
মানিকগঞ্জে ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে এক ইটভাটার শ্রমিকের মৃত্যু হয়েছে। সে নরসিংদী জেলার একটি ইটভাটায় কাজ করতো। সেখান থেকে করোনার উপসর্গ নিয়ে অসুস্থ অবস্থায় রোববার মানিকগঞ্জ সদর উপজেলার নিজ বাড়িতে ফেরার পর রাতেই তিনি মারা যান। সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ লুৎফর রহমান জানান, গত ক’দিন ধরে সর্দি-জ্বরে আক্রান্ত অবস্থায় মৃত্যুর পর সোমবার বিকেলে তার দাফন সম্পন্ন হয়েছে।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর গ্রামে সর্দি, জ্বর ও গলাব্যথা নিয়ে হামিদ জমাদ্দার নামে এক রিক্সাচালকের মৃত্যু হয়েছে। হামিদ তিন সপ্তাহ ধরে করোনা উপসর্গ নিয়ে গ্রামের বাড়িতেই ভুগছিলেন। কিন্তু কোন চিকিৎসকের শরণাপন্ন না হয়ে ওঝার কাছে চিকিৎসা নেন। সোমবার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে আইসোলেশনে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে সে মারা যায়। তার মরদেহ ইসলামী ফাউন্ডেশনের সহায়তায় সরকারী নীতিমালা অনুসরণ করে দাফন করা হবে।