স্বাস্থ্যবিধি আর পরামর্শ মেনে চললে, করোনা জয় করা সম্ভব

- আপডেট সময় : ০১:৪৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
স্বাস্থ্যবিধি আর পরামর্শ মেনে চললে, করোনা জয় করা সম্ভব। বাস্তবে তার প্রমাণ দিয়েছেন গোপালগঞ্জের মুকসুদপুর থানার ১৮ পুলিশ সদস্য। করোনা জয়ের পর এখন আবার দেশ ও জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করার প্রস্তুতি নিচ্ছেন তারা। আর সকলকে স্বাস্থ্যবিধি মানার এবং ঘরে থাকার আহ্বান জানিয়েছেন এসব পুলিশ সদস্য।
সারা পৃথিবির মত অদৃশ্য শত্রু করোনা সাথে লড়ছে বাংলাদেশও। করোনার হাত থেকে সাধারন মানুষকে রক্ষা করতে প্রতিদিন প্রতিনিয়ত মাঠে ঘাটে ছুটে বেড়িয়েছেন পুলিশ সদস্যরা। কিন্তু সাধারন মানুষকে রক্ষা করতে গিয়ে, ৯ এপ্রিল করোনার উপসর্গ নিয়ে মুকসুদপুর থানার পুলিশ সদস্য মহিউদ্দিন আহম্মেদ মানিকগঞ্জের বাড়িতে গিয়ে পরীক্ষা করে জানতে পারেন তিনি করোনা আক্রান্ত। এরপরই থানার ৭১ সদস্যসের করোনার পরীক্ষা করলে আরও ১৮ জন শনাক্ত হন। এমন খবরে অনিশ্চিত ভবিষতের চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়েন তারা।
তবুও থেমে না থেকে, দৃঢ় মনোবল নিয়ে পরিপূর্ণ হোম কোয়ারেন্টাই আর নিয়মিত ঔষধ সেবনসহ চিকিৎসকদের পরামর্শ মতো চলতে থাকেন তারা। মনে ব্রত-করোনা জয় করতে হবে। আবারও কর্মস্থলে ফিরে দেশ ও জনগনকে সেবা দিতে হবে।
করোনাযুদ্ধে জয়ী পুলিশ সদস্যরা সকলকে স্বাস্থ্যবিধি ও হোম কোয়ারন্টাইন মেনে চলার আহবান জানান। সুস্থ হওয়া পুলিশ সদস্যরা আবারো নতুন উদ্যেমে কর্মস্থলে যোগ দিতে পারেন বলে জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার। পুলিশ সদস্যদের মত সকলকে দৃঢ় মনোবল নিয়ে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান জেলা সিভিল সার্জন। ১৯ জন পুলিশ সদস্যের মধ্যে ১৮ জন সুস্থ হলেও একজন ঢাকায় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান সংশ্লিষ্টরা।