করোনায় আক্রান্ত হয়ে আরও একজন চিকিৎসকের মৃত্যু
- আপডেট সময় : ০৭:৪১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন চিকিৎসক মারা গেছেন। তিনি হলেন প্রফেসর ডা. মেজর (অব.) আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন। রাজধানীর ইবনে সিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান ছিলেন তিনি। এ নিয়ে করোনায় তিন জন চিকিৎসক মারা গেলেন।
মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডা. আবুল মোকারিম ১০ দিন আগে কোভিড-১৯ পজিটিভ হয়ে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চার দিন আগে আইসিইউ সাপোর্টের জন্য তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার পরিবারের আরও দুই জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। এর আগে করোনায় গত ১৫ এপ্রিল দেশের প্রথম চিকিৎসক হিসেবে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীনের মৃত্যু হয়। এরপর গত ৩ মে দেশের অন্যতম হেমাটোলজিস্ট এবং ল্যাবরেটরি মেডিসিন স্পেশালিস্ট অধ্যাপক অবসরপ্রাপ্ত কর্নেল মো. মনিরুজ্জামানের মৃত্যু হয়।