২৪ ঘণ্টায় দেশের ১৫ জেলায় ১৬৬ জনের দেহে করোনা শনাক্ত
- আপডেট সময় : ০৭:১৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
চট্টগ্রামে ১১৪জনসহ ২৪ ঘণ্টায় দেশের ১৫ জেলায় ১৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ময়মনসিংহে ১৫, মৌলভীবাজারে ৮, ফেনীতে ৭, বগুড়ায় ৫, ঢাকার সাভারে ৫, জামালপুর, ঝালকাঠি ও পিরোজপুরে ২ জন করে করোনা রোগী রয়েছে।
চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ১১৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করে সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি জানান, এ নিয়ে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬শ’ ছাড়ালো।
ময়মনসিংহে এক চিকিৎসকসহ আরো ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ধোবাউড়া উপজেলায় ৫, ভালুকায় ৩, মুক্তাগাছায় ২, ফুলবাড়িয়ায় ২, ঈশ্বরগঞ্জে ১ এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকসহ ২জন রয়েছেন।
মৌলভীবাজারে ২ ডাক্তার-নার্সসহ ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
ফেনীতে ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ছাগলনাইয়া উপজেলার ভাইস-চেয়ারম্যানসহ তার পরিবারের ৫ সদস্যসহ ফেনী জেনারেল হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী রয়েছেন।
বগুড়ায় পুলিশের ২ এসআই, ২ ব্যাংক কর্মকর্তা ও মোহাম্মদ আলী হাসপাতালের ১ চিকিৎসকসহ আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সাভারে এক শিশুসহ ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট ও তার ৬ মাসের শিশু সন্তানও রয়েছে।
জামালপুরে দুই স্বাস্থ্যকর্মীর নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এই প্রথম দু’জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৭ জনের করোনা শনাক্ত হলো। আক্রান্তদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করা হয়েছে।
পিরোজপুরের মঠবাড়িয়া ও তুষখালীতে একদিনে ২জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুরে ঢাকা-ফেরত এক পুলিশ দম্পতির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বাবার পর এবার তার পাঁচ মাস বয়সী শিশু ও দাদী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬২-তে দাঁড়িয়েছে।
চুয়াডাঙ্গায় এক আনসার সদস্যের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২ জনে।
হবিগঞ্জে একদিনে আরো ১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ১১৮ জন। আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৩৪ জন।
নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়ালে আরো একজনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ১৩ জন।
পঞ্চগড়ে পুলিশের এক এএসআই’র করোনা শনাক্ত হয়েছে। তাকে পুলিশ লাইন্সে আইসোলেশনে রাখা হয়েছে।