যুক্তরাষ্ট্রের বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানির করোনা প্রতিষেধক আবিষ্কারের দাবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক একটি বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি দাবি করেছে, করোনা প্রতিরোধী অ্যান্টিবডি বা প্রতিষেধক আবিষ্কার করতে সক্ষম হয়েছে তারা।
সোরেন্টো থেরাপিউটিকস নামের কোম্পানিটির দাবি, তাদের এই অ্যান্টিবডি শতভাগ কার্যকর এবং রোগীকে মাত্র চার দিনেই করোনামুক্ত করবে। ফক্স নিউজের এক প্রতিবেদনে এ সব বলা হয়েছে। সোরেন্টো থেরাপিউটিকস জানিয়েছে, এই অ্যান্টিবডি নিয়ে প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালের পর সোরেন্টো পরবর্তী কার্যক্রমে এগোচ্ছে। কোম্পানিটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. হেনরি জি বলেন, করোনা ভ্যাকসিন বাজারে আসার আগেই এই অ্যান্টিবডির মাধ্যমে চিকিৎসা শুরু হয়ে যেতে পারে। এটি এতটাই কার্যকর যে, শরীরে প্রয়োগ করার পর আর সামাজিক দূরত্ব মেনে চলতে হবে না। নির্ভয়ে সবার সঙ্গে মেশা যাবে।