দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৫:১৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারাদেশে এ পর্যন্ত করোনায় মারা গেলো ৩১৪ জন। আর নতুন করে শনাক্ত হয়েছে ৯৩০ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৯৯৫ জন। একদিনে ৬ হাজার ৭৮২ জনের করোনা পরীক্ষা করা হয়। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। করোনা রোগীদের চিকিৎসায় আরো নতুন নতুন হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে বলেও জানান তিনি।
দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের ৭০তম দিনে এসে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ২০ হাজার ৯৯৫ জনে। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক।
গত ২৪ ঘন্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে জানিয়ে তিনি বলেন, এদের বেশির ভাগই ঢাকা বিভাগের। এ নিয়ে মোট মারা গেছেন ৩১৪ জন।
করোনা শনাক্তে দেশে ৪১টি ল্যাবে নমুনা পরীক্ষা হলেও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় পরীক্ষা করা হয় ৩৩টি ল্যাবে। নতুন নতুন করোনা হাসপাতাল তৈরির কথাও জানান এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।
একদিনে সুস্থ হয়েছেন ২৩৫ জন। এ নিয়ে ৪ হাজার ১১৭ জন সুস্থ হয়েছেন বলেও জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।