২০২০-২১ মৌসুমের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
পাকিস্তানের পর এবার ২০২০-২১ মৌসুমের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ২০ সদস্যের নতুন চুক্তিতে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন পেসার কাইল জেমিসন, ব্যাটসম্যান ডেভন কনওয়ে আর স্পিনার এজাজ পাটেল।
ফেব্রুয়ারিতে অভিষেক হলেও, এই প্রথমবারের মতো বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে আসলেন ২৫ বছর বয়সী কাইল জেমিসন। আর গেলো দুই মৌসুম ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে সুযোগ পেয়েছেন ব্যাটসম্যান ডেভন কনওয়ে। এদিকে, কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন কলিন মুনরো ও জিত রাভাল। এছাড়াও জানুয়ারিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করায় চুক্তিতে রাখা হয়নি টোড অ্যাসলেকে। চুক্তিতে থাকা বাকিরা হলেন ব্লান্ডেল, বোল্ট, গ্র্যান্ডহোম, ফার্গুসন, গাপটিল, হেনরি, লাথাম, নিকোলস, নিশাম, সান্টনার, সোধি, সাউদি, টেলর, ওয়াগনার, ওয়াটলিং, উইলিয়ামসন ও ইয়াং।