গেল ২৪ ঘণ্টায় ১১ জেলায় মোট ১৭৯ জনের করোনা শনাক্ত
- আপডেট সময় : ১০:২২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮৫ জন, গাজীপুরে ২৫ জন, কক্সবাজারে ২১ জন, সাভারে ১৩ জনসহ ১১ জেলায় মোট ১৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের মধ্যে চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ রয়েছেন।
চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন করে আরো ৮৫ জন রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। শুক্রবার রাতে এই তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি।
গাজীপুরে নতুন করে আট পোশাক শ্রমিকসহ ২৫ জন আক্রান্ত হয়েছে।এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ৪৯৬ জন আক্রান্ত হলো।
কক্সবাজারে প্রথমবারের মতো তিন রোহিঙ্গাসহ আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।
সাভারে গেলো ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত হলো মোট ১৩৭ জন।
চিকিৎসক-নার্সসহ যশোরে নতুন করে আরও ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৯০ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেলো।
চুয়াডাঙ্গায় তিন স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আট জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলো ৫১ জন।
ফেনীতে নতুন করে আরো দু’জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন আট জন।
ঠাকুরগাঁওয়ে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীসহ নতুন করে তিন জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮। আর, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় এই প্রথম তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তারা ঢাকা ও নারায়নগঞ্জ ফেরৎ।এদের মধ্যে দুজন বালিপাড়া ইউনিয়নের বাসিন্দা। তারা একই পরিবারের সদস্য, সম্পর্কে মা ও মেয়ে।
গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো দু’জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা হলো ৭৭।
লালমনিরহাটে চার স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ছ’জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলো ২২ জন।
মুন্সীগঞ্জে নতুন করে পাঁচ ব্যাংকারসহ ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট ৩৬৫ জনের করোনা শনাক্ত হলো।
মানিকগঞ্জের সাটুরিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারসহ পাঁচ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলো ৩৮ জন।
জামালপুরে নতুন করে আরো পাঁচ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১৫ জন।আর, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন।