লক্ষ্মীপুর শহরের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা বঞ্চিত হয়ে ঝুঁকছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোর দিকে
- আপডেট সময় : ০৮:১৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর শহরের হাসপাতালগুলোতে রোগীরা চিকিৎসা সেবা বঞ্চিত হয়ে ঝুঁকছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোর দিকে। এসব স্বাস্থ্য কেন্দ্রে ভিড় করছেন গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা।
লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে সামাজিক দুরুত্ব মেনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিভিন্ন বয়সী নারী, শিশু ও বয়োবৃদ্ধরা চিকিৎসা সেবা নিচ্ছেন। প্রতিদিন ৫০ থেকে ১০০ রোগী সেবা নিয়ে থাকেন কেন্দ্রটিতে। একইভাবে পাশবর্তী খাগুড়িয়া স্বাস্থ্যকেন্দ্রেও চিকিৎসা সেবা দিতে দেখা গেছে। এসব স্বাস্থ্য কেন্দ্রে বর্তমানে সিজার ছাড়াই নরমাল ডেলিভারীর সংখ্যাও বেড়েছে। করোনা দুর্যোগে এসব স্বাস্থ্য কেন্দ্রে কাঙ্খিত সেবা পেয়ে খুশি এলাকাবাসী।
জেলার ৪টি উপজেলায় ৪টি স্বাস্থ্য কমপ্লেক্স ও ৯৭টি ইউনিয়নে ১০১টি প্রতিষ্ঠানসহ ১০৫ জন উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার সেবা দিচ্ছেন। তারা কাজের স্বীকৃতি, উচ্চতর প্রশিক্ষণ, পদোন্নতি ও সুরক্ষা নিশ্চিত করার দাবী জানান।