সরকার নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে: রুহুল কবির রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
বিএনপি সারাদেশের অসহায় দুস্থ কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে। তাই প্রতিহিংসায় সরকার নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে বলে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
সকালে রাজধানীর শংকরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের তত্ত্বাবধানে করোনায় কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন। রিজভী আরো বলেন, প্রতি পরিবারে আড়াই হাজার টাকা সহায়তার তালিকায় গরিব মানুষের নাম নেই। সব আওয়ামী লীগ দলীয় লোক ও তাদের আত্মীয়-স্বজনের নাম; যারা গরিব মানুষের এই টাকা চুরি করেছেন ।