প্রধানমন্ত্রীর অনুদানের টাকা লুটপাট করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা : অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু
- আপডেট সময় : ০৮:৩২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রীর অনুদানের টাকা লুটপাট করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। অথচ এই করোনায় সাধারণ মানুষ নিদারুণ কষ্টে দিনযাপন করছেন।
সকালে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নিহত ৩৫টি পরিবারের সদস্যদের হাতে পাঁচ হাজার টাকা করে তুলে দেওয়ার সময় ভিডিও কনফারেন্সে দেয়া বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন। নাটোর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ ও বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু এসব এই অর্থ বিতরণ করেন। ভিডিও কন্ফারেন্সে রুহুল কুদ্দস তালুকদার দুলু আরো বলেন, যারা দিন আনে দিন খায়, গরীব অসহায় মানুষ, তারা কর্মহীন অবস্থায় অনেক কষ্টে আছেন। অথচ জনগণের টাকায় কেনা ত্রাণ চেয়ারম্যান-মেম্বার ও আওয়ামী লীগের নেতারা চুরি করছে। তিনি বলেন, মানুষ মরছে, হাহাকার করছে, কাজে যেতে পারছে না, অথচ সরকারের লোকেরা ত্রাণ চুরি করছে। ত্রাণ বিতরণ কার্যক্রম সেনাবাহিনীরে মাধ্যমে পরিচালনার জন্য আবারও আহ্বান জানান রুহুল কুদ্দুস তালুকদার দুলু।