নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে এক হাজার ২৫১ জন
- আপডেট সময় : ০৭:৫৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
দেশে করোনায় মারা গেছেন আরও ২১ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৭০ জন। আর নতুন করে এক হাজার ২৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্ত ২৫ হাজার ১২৪ জন। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। গত ২৪ ঘণ্টায় ৪০৮ জনসহ এখন পর্যন্ত ৯৯৩ জন সুস্থ হয়েছেন বলেও জানান তিনি।
দেশের করোনা পরিস্থিতি জানাতে নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ের আয়োজন করে স্বাস্থ্য অধিদফতর। ২৪ ঘণ্টায় সারাদেশে ৪২টি ল্যাবে সংগৃহীত নমুনা পরীক্ষায় নতুন করে এক হাজার ২৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানান অতিরিক্ত মহাপরিচালক।
একই সময়ে করোনা আক্রান্ত হয়ে আরও ২১ জন মারা ছেন জানিয়ে তিনি বলেন,তাদের মধ্যে ১৪ জনিই ঢাকা বিভাগের।
করোনা চিকিৎসায় এক সপ্তাহে ঢাকাসহ সাড়াদেশে আরো নতুন নতুন হাসপাতাল সংযোজিত হয়েছে বলেও জানান এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।
করোনার বিস্তার রোধে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার ও সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।