রংপুর ও ফরিদপুরে করোনা আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
রংপুর ও ফরিদপুরে করোনা আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে।
রংপুর ডেডিকেডেট করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগী মারা গেছে। আমিনুর রহমান নামের ওই রোগীর বাড়ি পঞ্চগড়ে । তিনি স্থানীয় সাকেয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এ কে এম নুরন্নবী মারা জানান, রোববার তিনি অসুস্থ হয়ে ভর্তি হন। করোনা ছাড়াও তার কিডনী বিকল থাকায় নিয়মিত ডায়ালাইসিস দিতে হতো।
এদিকে, ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে ৮০ বছর বয়সী খায়রুল ইসলাম ওরফে মিলু কেরানী নামের এ বৃদ্ধ মারা যান।