১১ জেলায় মোট ১৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে
- আপডেট সময় : ০৮:৩৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
এদিকে, ময়মনসিংহ ও নেত্রকোনায়, সাভার, নাটোরসহ মোট ১১ জেলায় মোট ১৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের মধ্যে চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন।
সাভারে পাঁচ শিল্প পুলিশসহ গেলো ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯১ জন।
ময়মনসিংহে গেল ২৪ ঘণ্টায় আট জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের মধ্যে সদরে দুই, ভালুকায় তিন, ফুলপুরে দুই এবং নান্দাইলে এক জন। এ নিয়ে জেলায় ৩১৯ জনের করোনা শনাক্ত হলো।
নেত্রকোনায় পাঁচ বছরের এক শিশুসহ দু’জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট ১শ’ ১৮ জনের করোনা শনাক্ত হলো।
দিনাজপুরে নতুন আরো ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলো ৯৩ জন।
মানিকগঞ্জে এক চিকিৎসক, তিন নার্সসহ নতুন করে সাতজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ৪৯ জন।
নাটোরে নতুন করে ৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ৪৩ জন।
নোয়াখালীতে আরো ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হলো ১৮৬ জন।
পঞ্চগড়ের আটোয়ারিতে এক যুবক , দেবীগঞ্জে এক বৃদ্ধ ও দুই নারীসহ তিন জন এবং নতুন করে ঢাকা ফেরত আরও চার জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪।
ঝিনাইদহে নতুন করে আরও এক জন করোনায় আক্রান্ত হয়েছেবলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম। এ নিয়ে এ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে।
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে সাত জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত হয়েছে ৩১৪ জন। মারা গেছে ১৩ জন আর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৫ জন।
পিরোজপুরে আরও দু’জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলায় মোট ৪০ জন শনাক্ত হলো।