সুপার সাইক্লোন ‘আম্পান’ দুর্বল হয়ে এখন স্থল নিম্নচাপে পরিণত
- আপডেট সময় : ০১:১৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
উপকূল অতিক্রম করে সুপার সাইক্লোন ‘আম্পান’ দুর্বল হয়ে এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।
গেল রাত ৮টা থেকে এটি বাংলাদেশ উপকূল অতিক্রম করতে শুরু করে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। প্রায় ৮ ঘণ্টার তাণ্ডবে এ সময় পানিতে ডুবে ও গাছ চাপায় উপকূলীয় ৬ জেলায় ১২ জনের মৃত্যু হয়। উপকূলে ৭ থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসও হয়েছে। তবে সুপার সাইক্লোন আম্পানের মূল আঘাত হয়েছে ভারতের কোলকাতায়। মহা শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে রাতভর বৃষ্টি-বজ্রবৃষ্টি ও ঝড়ো বাতাস বয়ে যায়। ঝড়ে উত্তরাঞ্চলে কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাগর এখনো উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্র বন্দরে মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, সাতক্ষীরার শ্যামনগরের ৬টি ইউনিয়নের ১৭টি পয়েন্টে বেড়ীবাঁধ ভেঙে ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া আশাশুনি উপজেলার প্রতাপনগর, আনুলিয়া, খাজরা ও আশাশুনির সদর ইউনিয়নের ১৫টি পয়েন্টে বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত হয়। এছাড়া প্রচুর মাছের ঘের ও পুকুর ভেসে গেছে বলে নিশ্চিত করেছেন প্রতাপনগর ইউপি’র চেয়ারম্যান শেখ জাকির হোসেন। এছাড়া শ্যামনগর ইউনিয়নের গাবুরা ও কতঙ্গ নদীর বেড়ীবাধ ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজ’র গিফারী।