করোনা উপসর্গে মানিকগঞ্জে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
করোনা উপসর্গে মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলার বালিয়াটী গ্রামে হাসিবুর রহমান নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি এক সপ্তাহ ধরে জ্বর ও সর্দা-কাশিতে ভুগছিলেন।
হাসিবুর রহমান জনতা ব্যাংকের মতিঝিল শাখার লোকাল অফিসের কর্মকর্তা ছিলেন। ভোরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাটুরিয়ার উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ বাড়িতে আনার পর সরকারি আইন মেনে তার দাফন সম্পন্ন করা হবে।