ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে অন্তত ৭২ জন নিহত

- আপডেট সময় : ০৯:২৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে অন্তত ৭২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিহত ৭২ জনের মধ্যে ১৭ জনই কলকাতার বাসিন্দা বলেও জানান তিনি।
এরআগে বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে মমতা ব্যানার্জি বলেন, ভারতের পশ্চিমবঙ্গে আম্পানের ক্ষয়ক্ষতি করোনাভাইরাসের মহামারি থেকেও মারাত্মক হতে যাচ্ছে। এর ক্ষয়ক্ষতির পরিমাণ এক লাখ কোটি রুপিতে পৌঁছাতে পারে।ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়েছে । ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কয়েক হাজার গাছ, কুড়েঘর ও নিচু এলাকা প্লাবিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় পশ্চিম বাংলা ও ওড়িশ্যার জন্য সব ধরেনে সহযোগিতার ঘোষণা দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী বলেন, চ্যালেঞ্জের এই সময় পশ্চিম বাংলার সঙ্গে গোটা ভারতবাসী সংহতি প্রকাশ করছে। সরকারের সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত বাইরে না যেতে পরামর্শ দিয়েছে দেশটির জাতীয় দুযোর্গ ব্যবস্থপনা কর্তৃপক্ষ।