টঙ্গীতে রেবের সঙ্গে বন্দুকযুদ্ধে শিশু হত্যা মামলার আসামি আবু সুফিয়ান নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
গাজীপুরের টঙ্গীর মধুমিতা রেল লাইন এলাকায় রেবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শিশু হত্যা মামলার আসামি আবু সুফিয়ান নিহত হয়েছে। এ সময় তিন রাউন্ড গুলি ও একটি বিদেশী অস্ত্র উদ্ধারের দাবি করেছে রেব।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। রেব জানায়, গত ১৬ মে টঙ্গী মধুমিতা রেল গেইট এলাকার একটি ময়লার স্তুপ থেকে চাদনী নামে প্রথম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর গলা টিপে এবং দুই পায়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করার ঘটনায় মো. নিলয় নামে এক কিশোর গ্রেপ্তার হন। পরে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয় সে।