২ কোটি ৮০ লাখ পাউন্ড ক্ষতি হয়েছে জানিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড
- আপডেট সময় : ০৩:৩৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের কারণে প্রাথমিকভাবে ২ কোটি ৮০ লাখ পাউন্ড ক্ষতি হয়েছে জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এই ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ক্লাবটি।
এক বিবৃতিতে, ২০১৯-২০ মৌসুমের দুই তৃতীয়াংশের এই ক্ষতির পরিমাণ জানিয়েছে ইউনাইটেড। ৩১ মার্চ থেকে এই পযর্ন্ত হওয়া ক্ষতির তালিকা এটি। করোনার কারণে গেলো মার্চ থেকে স্থগিত আছে ইংলিশ প্রিমিয়ার লিগ। দেশটিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে সব ধরনের খেলাধুলা। যদিও লিগ ফেরানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে কর্তৃপক্ষ। ওল্ড ট্রাফোর্ডের প্রধান ফিন্যান্সিয়াল অফিসার ক্লিফ ব্যাটি জানিয়েছেন, শেষ পযর্ন্ত যদি কোনোভাবে চলতি মৌসুম শেষ করাও হয় তবুও টিভি স্বত্ত্বের ২ কোটি পাউন্ড সম্প্রচারকদের ফেরত দিতে হবে। এই ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে যদি এফএ কাপ ও ইউরোপা লিগ বাতিল হয়। কারণ হিসেবে টিভি স্বত্ব এবং ক্লাবটির খুচরো আয়ের বিষয়টিও তুলে ধরেন ক্লিফ ব্যাটি।