নানা জল্পনা-কল্পনার পর অবশেষ স্থগিত হচ্ছে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ
- আপডেট সময় : ০৮:১৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
নানা জল্পনা-কল্পনার পর অবশেষ স্থগিত হচ্ছে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ। টাইমস অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী পরবর্তী বোর্ড সভায় বিশ্বকাপ স্থগিতের ঘোষণা দেবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
চলতি মাসেই টেলিকনফারেন্সে সদস্য দেশগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সেখান থেকেই বিশ্বকাপ স্থগিতের ঘোষণা দেবে আইসিসি। এমন প্রতিবেদনই প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া। বিশ্বকাপ নিয়ে আইসিসির তিনটি বিকল্প পরিকল্পনার কথাও প্রকাশ করা হয় প্রতিবেদনে। অক্টোবরে অস্ট্রেলিয়ার হওয়ার কথা এবারের আসর। করোনার বিস্তার ঠেকাতে অস্ট্রেলিয়ায় সেপ্টেম্বর পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। তারপরও যারা অস্ট্রেলিয়ায় যাবেন, তাদের থাকতে হবে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে। এমন পরিস্থিতির কারণেই মাঠে গড়ানো নিয়ে শঙ্কার মুখে পড়েছে এবারের বিশ্বকাপ।