সারাদেশে উদযাপিত হয়েছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর
- আপডেট সময় : ০২:৪৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতিতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সারাদেশে উদযাপিত হয়েছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সরকারি নির্দেশনায় ঈদগাঁ ও খোলা জায়গার পরিবর্তে মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে তাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। করোনা সংক্রমণরোধে নামাজ শেষে প্রচলিত কোলাকুলিও এড়িয়ে যান সবাই। রাজধানীতে ঈদের প্রধান জামাত এবার জাতীয় ঈদগাঁয় হয়নি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাতসহ পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে করোনা থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এক মাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ। প্রতিবছর ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ধর্মপ্রাণ মুসলমানরা প্রধান এই উৎসব-ঈদুল ফিতর উদযাপন করেন। কিন্তু করোনা পরিস্থিতিতে এবার নানা বিধিনিষেধের মধ্য দিয়ে সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখেই উদযাপিত হচ্ছে। তবে তা অনেকটা নিস্প্রাণ।
করোনা সংক্রমণের আশঙ্কায় এবার ঈদগাঁসহ খোলা জায়গায় ঈদের নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে ও করোনার স্বাস্থ্যবিধি মেনেই ধর্মপ্রাণ মুসলমনারা মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করেন।
রাজধানীতে জাতীয় ঈদগাঁর পরিবর্তে এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ- বায়তুল মোকাররমে। সকাল ৭টার পর ৮টা, ৯টা, ১০টা ও পৌনে ১১টা- এই পাঁচ দফায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত।
ঈদ জামাতের খুতবা ও বয়ানে করোনা পরিস্থিতিতে মুসলমানদের করণীয় তুলে ধরা হয়।
আর নামাজ শেষে করোনা থেকে মুক্তির জন্য মহান আল্লার দরবারে বিশেষ মোনাজাতে অংশ নেন সবাই।
নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা জানান, করোনার দুঃসময় কাটিয়ে দেশ ও গোটাবিশ্ব শিগগিরই ফিরবে আবার সুদিনে।
নামাজ শেষে এবার হাত মেলানো ও কোলাকুলি এড়িয়ে চলেন মুসল্লিরা। তবে এতে অনেকেই কষ্ট নিয়ে ঘরে ফিরেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাতে এবার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতাদের কাউকে দেখা যায়নি।