স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে
- আপডেট সময় : ০৩:৫৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
করোনার স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশালের মসজিদে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
বন্দর নগরী চট্টগ্রামে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জমিয়াতুল ফালাহ মসজিদে। এতে ইমামতি করেন মসজিদের খতিব ক্বারী সাইয়েদ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন। একই জায়গয় পৌনে ন’টায় দ্বিতীয় ও পৌনে ১০টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়।
রাজশাহীর হযরত শাহ মখদুম রুপোশ রহমাতুল্লাহ আলাই কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। নিজ নিজ জায়নামাজে মসজিদে নির্ধারিত দূরত্ব বজায় রেখে মুসল্লিরা নামাজ আদায় করেন। নগরীর ৪১৭টি মসজিদের বেশিরভাগেই দু’তিন দফায় ঈদের জামাত হয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। করোনার প্রাদুর্ভাবের কারণে দূরত্ব বজায় রেখে সকাল ৮টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন খতিব মাওলানা মোহাম্মদ সালেহ।
বরিশালে সরকারী নির্দেশনা মেনে মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। নগরীর একেকটি মসজিদে সর্বোচ্চ ৪টি এবং সর্বনিম্ন দু’টি করে ঈদ জামাতের আয়োজন করা হয়। প্রতিটি মসজিদে মুসুল্লীরা নিজের জায়নামাজ নিয়ে ও মাস্ক পরে ঈদের নামাজ আদায় করেন।
সিলেটে এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হযরত শাহজালাল দরগাহ জামে মসজিদে। করোনা সংক্রমনের কারনে কয়েকশ বছরের প্রাচীন শাহী ঈদগাহে কোন ঈদ জামাত হয়নি। এছাড়া নগরীর প্রত্যেক মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।