করোনার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব
- আপডেট সময় : ০৭:৩৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
করোনার পরিস্থিনি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে প্রথম থেকেই সরকারের নেয়া পদক্ষেপ পর্যাপ্ত ছিল না। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। ছয় মাসের সাজা স্থগিত করে খালেদা জিয়াকে দেয়া অস্থায়ী জামিন অমানবিক বলেও দাবি করেন তিনি।
ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর, রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে দলের নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব।
করোনা পরিস্থিতির অবনতির জন্য সরকারের সদিচ্ছার অভাব ও সমন্বয়হীনতাকে দায়ী করেন তিনি।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত উল্লেখ করে তাকে ছয় মাসের অস্থায়ী জামিন দেয়ার সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।