ঈদুল ফিতর উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ঈদুল ফিতর উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ভবনে বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টি ও ফলমূল পাঠান।
প্রধানমন্ত্রীর পক্ষে এই উপহার সামগ্রী হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু, প্রোটোকল কর্মকর্তা এস এম খুরশিদ উল আলম, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রীর কর্মকর্তারা কোভিড মহামারি থেকে দেশবাসীকে রক্ষা ও এ সংকট থেকে আশু উত্তোরণের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।