২৪ ঘন্টায় করোনায় আরও ২১ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৫:২৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
দেশে গেল ২৪ ঘন্টায় করোনায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা এখন ৫২২ জন। আর নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ১৬৬ জন করোনা রোগী। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৬ হাজার ৭৫১ জনে। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ঈদের ছুটিতে গ্রামে যাওয়া সকলকে সঠিক নিয়মে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
দেশে করোনোভাইরাসে আক্রান্ত ও মৃতের সবশেষ তথ্য তুলে ধরতে নিয়মিত অন লাইনে স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর।
অতিরিক্ত মহাপরিচালক জানান, ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
মৃত্যুবরণকারী ২১ জনের মধ্যে ১০ বছরের কম বয়সী একটি শিশু রয়েছে।
নতুন ১৮২ জনসহ বর্তমানে আইসোলেশনে আছে ৪ হাজার ৭৭০ জন। হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রয়েছে ৫৫ হাজার ৯৮৯ জন বলেও জানান তিনি।
ঈদের ছুটিতে গ্রামে যাওয়া সকলকে সঠিক নিয়মে মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।