করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজারে ১ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী এলাকার আব্দুল হান্নান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে তিনি মারা যান। তার ভাতিজা আব্দুর রাজ্জাক এ খবর নিশ্চিত করে জানান, ৩৬ বছর বয়সী আব্দুল হান্নান ১১ মে প্রথমে কিডনী সমস্যা নিয়ে সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১৬ মে তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষার পর করোনা ভাইরাস আক্রান্তের বিষয়টি ধরা পড়লে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর গত সন্ধ্যায় তিনি মারা যান।