গত ২৪ ঘণ্টায় ১৩ জেলায় আরো ২৭৫ জনের করোনা শনাক্ত
- আপডেট সময় : ১২:২৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত আরো ১০১ জন রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। তাদের মধ্যে দু’জন দ্বিতীয় বারের মতো আক্রান্ত হয়েছেন। রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি। ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় নতুন করে এক চিকিৎসকসহ আরো ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৩৯৮ জনের করোনা শনাক্ত হলো।
নেত্রকোনায় ব্যাংক কর্মকর্তাসহ আরো চারজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২শ’ ১০ জনের করোনা পজেটিভ শনাক্ত হলো। চুয়াডাঙ্গায় নতুন করে আরো দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১ জন নারী। তারা কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়ি ফেরেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৫ জনে।
নোয়াখালীতে একদিনে ৫৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪২৭ জন।
ফেনীতে নতুন করে আরও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৭৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ জনের। সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।সাভারে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ নতুন করে আরও ২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ৩৫৮ জনে। দিনাজপুরে গেল ২৪ ঘন্টায় নতুন করে এক চিকিৎসকসহ আরো ১৬ জন করোনা রোগি শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ১৪৮ জন।
কুষ্টিয়ায় নতুন করে আরো দুই পোশাক শ্রমিকসহ ৩৭ জন এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে। জামালপুরে করোনা ভাইরাসে দুই চিকিৎসকসহ তিন স্বাস্থ্যকর্মী এবং এক শিশুসহ ১০ জনের নমুনা পরীক্ষায় সংক্রমণ শনাক্ত হয়েছে। ঝালকাঠির রাজাপুর উপজেলায় এলজিইডির প্রকৌশলীসহ জেলায় নতুন করে ৬ জনের করোনা সনাক্ত হয়েছে। আর এ নিয়ে জেলায় মোট ৪২ জন আক্রান্ত হল।
মানিকগঞ্জে আরো ৬ জন করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ১২৮ জন শনাক্ত হলো।মৌলভীবাজারের রাজনগর,বড়লেখা ও জুড়ী উপজেলায় ৩জনের দেহে নতুন করে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।গত ২৪ ঘন্টায় মাদারীপুর জেলার শিবচরে এক পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।