লাউয়াছড়ায় অবাধে বিচরণ করছে বন্যপ্রানীরা
- আপডেট সময় : ০১:৪৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
দুর্লভ উদ্ভিদ আর বন্য প্রাণীর জীব-বৈচিত্রের এক জীবন্ত সংগ্রহশালা মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান। করোনা ভাইরাসের কারণে ২ মাস যাবৎ উদ্যানে সর্বসাধারনের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায়, লাউয়াছড়ায় অবাধে বিচরণ করছে বন্যপ্রানীরা। পরিশেববাদিরা বলছেন, লকউনের কারণে প্রকৃতি যেভাবে নিজেকে সাজিয়ে তুলছে, পরবর্তিতে তা রক্ষায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ।
দেশের একমাত্র রেইন ফরেষ্ট জাতীয় উদ্যান মৌলভীবাজারের লাউয়াছাড়ার ভেতর দিয়ে ট্রেন ও সড়ক পথে যানবাহন চলাচল বন্ধ থাকায়, বন্য প্রাণীরা মুক্ত বিহঙ্গে অবাধে চলাফেরা করছে। মনের আনন্দে লাফালাফি করছে এ গাছ থেকে ও-গাছে। কোলাহলমুক্ত পরিবেশে যেন ফিরে পেয়েছে প্রাণ। কমল, স্নিগ্ধ, মনোহরি বন লাউয়াছড়া। কোলাহলবিহীন উদ্যানে কীট-পতঙ্গের শব্দ আর পশু পাখির অদ্ভুত হাঁক-ডাক বেড়েছে কয়েক গুণ। ১৬৭ প্রজাতির উদ্ভিদ ও ২৭৬ প্রজাতির প্রাণীকুলের আবাসস্থল লাউয়াছড়া সেঁজেছে ঐশ্বর্যের মহিমায়।
পরিবেশবাদিরা বলছেন, অনিয়ন্ত্রিত লোক সমাগম আর যানবাহনের শব্দে বনের প্রাণ-প্রকৃতি পড়েছিল হুমকির মুখে। করোনায় উদ্যান ও এখানকার প্রাণীকুল ফেলেছে স্বস্থির নিঃশ্বাস।আগে ৭/৮শত পর্যটক প্রতিদিন বন পরিদর্শনে আসলেও এখন তা নেমে এসেছে শুণ্যর কোটায়। একারণে বনের ভিতরে অবাদে ঘুরে বেরাচ্ছে পশু-পাখি।প্রাণ-প্রকৃতির বিপর্যয়কালে কিছু দিনের জন্য উদ্যান ফিরে পেয়েছে মনোমোহিনী স্বরূপ। শান্ত বনের শোভা এখানকার জীব-জন্তু, তারা থাকুক নিরাপদ আর নির্ভয়ে, এমনটাই প্রত্যাশা প্রকৃতি প্রেমিদের।