লকডাউন না করে সাধারণ ছুটি ঘোষণা সরকারের ভুল ছিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতিতে লকডাউন না করে; সাধারণ ছুটি ঘোষণা করাই সরকারের ভুল ছিল। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে এক ভিডিও কনফারেন্সে এই মন্তব্য করে তিনি বলেন, সরকারের মন্ত্রণালয় ও গার্মেন্টস খাতের মধ্যে কোন সমন্বয় নেই। করোনা পরিস্থিতিতে বিএনপি শুরু থেকে জনগণের পাশে আছে। তাই বিএনপি জনগণের পাশে নেই– ওবায়দুল কাদেরের এমন মন্তব্য সঠিক নয় বলে দাবি করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিরোধী দলগুলোর কাজ সরকারের ভুল ধরিয়ে দেয়া। আর বিএনপি সেটাই করছে। এসময় তিনি আরো বলেন, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সভা-সমাবেশ না করে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলেও জানান মির্জা ফখরুল।