করোনা ইউনিটে আগুনে চিকিৎসাধীন পাঁচজন রোগীর মৃত্যুর দায় ইউনাইটেড হাসপাতাল এড়াতে পারেন না :আতিক
- আপডেট সময় : ০৭:৪১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন লেগে চিকিৎসাধীন পাঁচজন রোগীর মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষ এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। মর্মান্বিত এমন মৃত্যুর ঘটনায় দুংখ প্রকাশ করেন আতিকুল ইসলাম। বলেন, এর দায় কোনোভাবেই হাসপাতাল কর্তৃপক্ষ এড়াতে পারেন না। তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে, যথাযথ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন মেয়র আতিকুল ইসলাম। ঘটনা তদন্তে সিটি করপোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়ার কথাও জানান তিনি। আর হাসপাতালের ১২টি অগ্নিনির্বাপক যন্ত্রের মধ্যে ৮টি মেয়াদোত্তীর্ণ বলে জানান আতিকুল ইসলাম। এর আগে, ইউনাইটেড হাসপাতালের মূল ভবনের বাইরে আইসোলেশন ইউনিটে আগুনে চিকিৎসাধীন পাঁচ জন মারা যান। তাদের মধ্যে তিনজনের করোনা পজেটিভ ছিল।