পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট দিয়ে প্রতিদিন ঢাকায় ফিরছেন লাখো কর্মজীবী মানুষ
- আপডেট সময় : ০৫:৫৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট দিয়ে প্রতিদিন ঢাকায় ফিরছেন লাখো কর্মজীবী মানুষ। কেউ ঈদ উদযাপন শেষে, আবার কেউ দুই মাসের টানা সাধারণ ছুটি শেষে একসঙ্গে ঢাকামুখী হওয়ায় ঘাটে ভিড় দেখা দিয়েছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে করোনা সংক্রমণ ঝুঁকি নিয়েই তারা ফেরিতে পার হচ্ছেন। গণপরিবহন বন্ধ থাকায়,কর্মস্থলে ফিরতে ভোগান্তির পাশাপাশি গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
অফিস খোলার ঘোষণার পরই পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে কর্স্থল ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। তবে কেউ কেউ ঈদের ডিউটি শেষে এখনো যাচ্ছেন গ্রামের বাড়ি। গণপরিবহন বন্ধ থাকায় ঢাকামুখী যাত্রীরা প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটর সাইকেল, রিক্সা, ভ্যান, পিকাপসহ বিভিন্ন হালকা যানবাহনে গন্তব্যে ছুটছেন। এজন্য গুণতে হচ্ছে বাড়তি ভাড়া।
করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই জীবিকার টানে ঈদের ছুটি শেষে ছুটছেন সবাই। সেই সাথে দু’মাসেরও বেশি সময় টানা সাধারণ ছুটি শেষ হওয়ায় গ্রামে থাকা সাধারণ কর্মজীবীরাও এখন ঢাকামুখী। যাত্রীচাপ বাড়ায় ফেরিতে মানা যাচ্ছে না স্বাস্থ্যবিধি, রক্ষা করা সম্ভব হচ্ছে না সামাজিক দূরত্ব। যাত্রীর পাশাপাশি ফেরি ও ব্যক্তিগত যানবাহন চালকরা রয়েছেন করোনা ঝুঁকিতে।
এই নৌপথে ছোট-বড় মিলে ১৬টি ফেরি চালু রয়েছে। যাত্রী ও যানবাহনের চাহিদার আলোকে তা কমানো বাড়ানো হচ্ছে। যাত্রীরা সচেতন হলেই ফেরিতে স্বাস্থ্যবিধি মানা সম্ভব বলে জানালেন বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত ডিজিএম।
করোনা সংক্রমণ ঝুকি নয়, স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট পার হবে লাখো মানুষ এমনটাই প্রত্যাশা সকলের।