যশোরে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি পোষাতে অনলাইনে পাঠদান
- আপডেট সময় : ০৪:১১:২৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
করোনাকালীন ছুটিতে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি পোষাতে অনলাইনে পাঠদান চলছে যশোরে। দু’মাসের বেশি সময় ধরে জেলার বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান ফেইসবুক ও ইউটিউবের মাধ্যমে চালিয়ে যাচ্ছে পাঠদান। তবে এতে নানা বিড়ম্বনার কথা জানান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবরা।
করোনা সংক্রমণ রোধে দুই মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। এতে ছন্দপতন ঘটেছে শিক্ষা ব্যবস্থায়। শিক্ষার্থীদের পড়াশোনা প্রায় বন্ধ। কবে নাগাদ স্বাভাবিক অবস্থায় পাঠদান শুরু হবে-তা কেউ জানেন না।
এমন বাস্তবতায় কিছুটা ক্ষতি পোষাতে যশোর সরকারি মহিলা কলেজ, ডা. আব্দুর রাজ্জাক কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বেশ কিছু স্কুল-কলেজে চালু হয়েছে অনলাইন পাঠদান। ঘরে বসে ল্যাপটপ বা এ্যানরয়েড ফোন ব্যবহার করে পাঠদানের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।
অনলাইন শিক্ষা কার্যক্রম কিছুটা কাজে আসলেও নানা বিড়ম্বনার কথাও জানান সংশ্লিষ্টরা। বিশেষ করে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা এ পাঠদান ব্যবস্থার সাথে খাপ খাওয়াতে পারছে না বলে জানান শিক্ষকরা।
শিক্ষার্থীরা জানান, একঘেয়েমি দূর করতে পড়াশোনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমও ব্যবহার করেন তারা।
কিছু সমস্যার কথা স্বীকার করে শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন, করোনাকালে অনলাইন পাঠদান ব্যবস্থার বিকল্প কিছু নেই।
অনলাইন পাঠদান বেশি করে চালুর পাশাপাশি অভিভাবকদেরও বেশ কিছু পরামর্শ দিয়েছেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।
যশোর জেলায় অধিকাংশ সরকারি-বেসরকারি স্কুল-কলেজ গ্রামে। শহরকেন্দ্রিক অনলাইন শিক্ষা চালু হলেও গ্রামাঞ্চলের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান কোন উদ্যোগ ছাড়াই বন্ধ রয়েছে।