দেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে
- আপডেট সময় : ০৪:৪৩:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
দেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রানাহানির সংখ্যাঁ দাঁড়ালো ৭৪৬ জন। ১২ হাজার ৫১০টি নমুনা পরীক্ষায় ভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ৬৯৫ জনের দেহে। তাতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে হলো ৫৫ হাজার ১৪০ জন। দুপুরে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তদের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, করোনায় মৃত ব্যক্তির মাধ্যমে সংক্রমণের সম্ভাবনা নেই। আর তাকে পারিবারিক কবরস্থানে দাফনেও কোনো সমস্যা নেই।
দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, দেশে করোনা শনাক্তের ৮৮তম দিনে ১২ হাজার ৫১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদিন মৃত্যুর তালিকায় যোগ হয়েছে আরও ৩৭ জন।
অতিরিক্ত মহাপরিচালক জানান, নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২১ দশমিক ৫৪ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৩৫ ভাগ। মৃত ব্যক্তির বয়সের পরিসংখ্যানও তুলে ধরেন তিনি।
করোনায় মৃত ব্যক্তি থেকে করোনাভাইরাস ছড়ানোর সম্ভাবনা নেই বলে জানান এই স্বাস্থ্য বিশেষজ্ঞ ।
করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকা ও সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।