আশ্রয়ন প্রকল্পের ১০টি ঘর অগ্নিকান্ডে পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি
- আপডেট সময় : ০৫:১০:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর গ্রামের আশ্রয়ন প্রকল্পের ১০টি ঘর অগ্নিকান্ডে পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
সকালে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ব্যাক্তিগত তহবিল থেকে প্রতিটি ক্ষতিগ্রস্থদের পরিবারকে নগদ ২ হাজার টাকা, শাড়ী, লুঙ্গি, চাল, ডাল, তেল, পিয়াজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। এছাড়াও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করে দ্রুত সরকারি ভাবে তাদের সহায়তার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন এমপি।
এদিকে, ময়মনসিংহের ভালুকায় বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানায়, বিকেলে উপজেলার কাশর গ্রামে জনৈক শিহাব উদ্দিনের বসতবাড়িতে বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুনে ৬টি ঘরসহ ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।