অতিরিক্ত ভাড়া এবং স্বাস্থ্যবিধি না মানলে গণপরিবহনগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্হার নির্দেশ
- আপডেট সময় : ০৭:৩২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
অতিরিক্ত ভাড়া আদায় এবং স্বাস্থ্যবিধি মেনে না চললে গণপরিবহনগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিআরটিএ, ডিএমপি, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আহবানও জানিয়েছেন তিনি । ওবায়দুল কাদের বলেন, সংকটের এ সময়ে পরিবহন মালিক ও শ্রমিকদের মানবিক সহযোগিতা দিয়ে দৃষ্টান্ত স্হাপন করতে হবে।
সড়ক ও জনপদ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে তাঁর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিং এ যুক্ত হয়ে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। করোনা সংক্রমণে বিশ্বের ২১৫ টি দেশের মধ্যে বাংলাদেশ ২১তম। বিশেষজ্ঞদের আশংকা এ পরিস্থিতি আরও অবনতি হতে পারে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অবনতিশীল পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে শৈথিল্য প্রদর্শন পরিস্হিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। তিনি সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনসমূহকে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখারও আহবান জানান। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে সরকারের সমালোচনাকে নিত্য রুটিন ওয়ার্কে পরিনত না করার আহবান জানিয়ে তিনি বলেন,এ ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি করোনার সংক্রমণ বিস্তারে আরও প্রাণশক্তি যোগাবে।